
বাংলাদেশকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার (১৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও এডিবির অফিসার্স ইনচার্জ জিংবো নিং নীতি সংস্কারভিত্তিক এ ঋণচুক্তি সই করেন।
এ তথ্য জানিয়ে ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় বাংলাদেশকে ‘স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম, সাবপ্রোগ্রাম-১’-এর জন্য ৯১ বিলিয়ন ৭৬৪ মিলিয়ন জাপানি ইয়েন দেবে এডিবি। যা মার্কিন ডলারে ৬০০ মিলিয়নের সমান।
এ কর্মসূচিটির নীতি সংস্কারের উদ্দেশ্য হলো- দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী এবং বেসরকারি খাতের উন্নয়নে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করা।
ঋণচুক্তি অনুযায়ী, কর্মসূচিটির প্রধান প্রধান নীতি সংস্কারের ক্ষেত্রসমূহ হলো: আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ। রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও বিনিয়োগের পরিবেশ উন্নীতকরণ। বাণিজ্য নীতি ও লজিস্টিকস শক্তিশালীকরণ।
এডিবি এখন পর্যন্ত বাংলাদেশকে ৩২ হাজার ৪৯৭ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা এবং ৫৭১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসন সেক্টরকে প্রাধান্য দেয়।