অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

নতুন-পুরাতন কোনো সিন্ডিকেট চায় না জামায়াত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা নতুন-পুরাতন কোনো সিন্ডিকেট দেখতে চাই না। আমরা সর্বশক্তি দিয়ে সিন্ডিকেট ধ্বংসে সরকারকে সাহায্য করতে চাই।

শুক্রবার (৩ জানুয়ারি) নাটোরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামির কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি।

জামায়াতে ইসলামির আমির বলেন, আওয়ামী সিন্ডিকেট এখনো বসে আছে। আবার নতুন সিন্ডিকেটও জায়গা করে নিয়েছে। সিন্ডিকেটকারীরা বলছে— তাদের জমিদারি এখন নতুন জমিদারের হাতে চলে গেছে, তাদের হাতে এখন আর নাই।

বিগত ১৫ বছরে আওয়ামী লীগ চুরি করে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, তাদের বিদেশে পাচার করা অর্থের পরিমাণ ২৬ লাখ কোটি টাকা। এটি বাংলাদেশের জাতীয় বাজেটের পাঁচ গুণ।

আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করবেন মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে তারা অন্যদের চোর বলেছে, আসলে কথায় আছে—’চোরের মায়ের বড় গলা’। যারা আকাম-কুকাম করেছে, বাংলাদেশকে ফোকলা করেছে, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করেছে, গণডাকাতি করেছে, তাদের প্রতি জনগণ আস্থা রাখবেন না।

জেলা জামায়াতের আমির মীর নূরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে জেলা সেক্রেটারি সাদেকুর রহমানসহ গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন
Close
Back to top button