
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ৬ জন নেতা ভারতে পালিয়ে গিয়ে পশ্চিম জৈন্তা হিল জেলার একজন ট্রাকচালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তারও করেছে স্থানীয় পুলিশ।
দেশটির পুলিশ বলছে, গত মাসে ডাউকি থানায় ভারতে অবস্থান করা আওয়ামী লীগের ৬ জন নেতার নামে মামলা হয়েছে। তাদের মধ্যে চার জনকে কলকাতার নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে রোববার গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুই জন পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারেরর চেষ্টা চলছে।
পুলিশ সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা হলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহ-সভাপতি আব্দুল লতিফ রিপন ও যুবলীগের সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। পলাতকরা হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু।