
আগামী সাত দিনের মধ্যে নিজের স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দেবেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
বুধবার (১১ ডিসেম্বর) সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে এসেই এ ঘোষণা দেন তিনি।
এদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনারদের স্বচ্ছতা নিশ্চিত করতে আয় ও সম্পদ বিবরণী, দুর্নীতির অভিযোগ থাকলে সেই তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়।
সাংবাদিকরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, সাত দিনের মধ্যে নিজেদের সকল স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব দেব আমরা। এ ঘোষণায় সম্মতি জানান সেখানে থাকা নবনিযুক্ত কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজি।
তবে নতুন নিয়োগ পাওয়া দুদকের আরেক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ সেখানে উপস্থিত ছিলেন না।
দুদক চেয়ারম্যান আরও বলেন, বৈষম্য থেকে এই নবজাগরণের সৃষ্টি। বৈষম্য মানেই দুর্নীতি। আমরা দুর্নীতিকে কমিয়ে আনতে পারলে বৈষম্য ক্রমাগত কমে যাবে। একেবার নির্মূল হয়ত হবে না।
তিনি বলেন, বড় ধরনের দুর্নীতি হয়েছে, রাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে— এই কাজগুলো যারা ঘটিয়েছেন, তারা যেন ছাড় না পান— সেই চেষ্টা করবো আমরা।