জাতীয়সরকার
ট্রেন্ডিং

চীন সম্পর্কে নতুন মাত্রা যোগ করছে বাংলাদেশ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা চলছে। এমতাবস্থায় চীনের সঙ্গে সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে উদ্যোগী হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এর অংশ হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে সোমবার (২০ জানুয়ারি) চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পাঁচ দিনের এ সফরে ঋণের সুদের হার কমানো, পানি প্রবাহ সংক্রান্ত তথ্য বিনিময়, চিকিৎসা সহযোগিতা এগিয়ে নেওয়া এবং মিয়ানমার পরিস্থিতির সমাধানে চীনের ব্যাপক অংশগ্রহণের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।

এদিকে চীনও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক জোদরারের উদ্যো নিয়েছে। এর অংশ হিসেবে দেশির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিং সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র উপদেষ্টাকে। মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা।

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আগেই ইঙ্গিত দিয়েছেন, ঢাকার পূর্বের অনুরোধ পূরণ করে হাইড্রোলজিক্যাল তথ্য বিনিময়ে একটি বাস্তবায়ন পরিকল্পনা স্বাক্ষর করতে বেইজিং প্রস্তুত। এ সফরে তিস্তা নদী প্রকল্পে চীনের সম্ভাব্য ভূমিকা নিয়েও আলোচনা প্রাধান্য পাবে বলে ধরনা করা হচ্ছে। ফলে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দ্বিপক্ষীয় সফর হিসেবে দেখা হচ্ছে।

কর্মকর্তারা জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার বাইরেও দেশটির কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ছাড়া চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ ও সাংহাই ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা দেবেন তিনি। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণের জন্য সাংহাইয়ে ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন
Close
Back to top button