
ক্ষমতা ছাড়ার আগে একদিনে ৩৯ জনের সাজা মওকুফ এবং প্রায় ১ হাজার ৫০০ জনের সাজার মেয়াদ কমিয়ে রেকর্ড গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, বৃহস্পতিবার এ সংক্রান্ত ঘোষণা দেন বাইডেন।
প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে ৩৯ জন অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির সাজা মওকুফ এবং আরও প্রায় ১ হাজার ৫০০ জনের দীর্ঘমেয়াদী সাজার মেয়াদ কমিয়েছেন জো বাইডেন।
এক মাসেরও কম সময় প্রেসিডেন্টের দায়িত্বে জো বাইডেন বৃহস্পতিবার জানান, অহিংস অপরাধে দোষী সাব্যস্ত ৩৯ জনকে ক্ষমা এবং আরও প্রায় ১ হাজার ৫০০ জনের সাজা কমিয়ে দিয়েছেন। একদিনে মার্কিন প্রেসিডেন্টের দ্বারা এতো ব্যক্তির সাজা মওকুফের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই প্রথম।
এর সপ্তাহখানেক আগে নিজের ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্ত ক্ষমা ঘোষণা করেন তিনি।