
জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তির ২০২৪ সালের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞান বিষয়ক বৃটিশ সাময়িকী নেচার সোমবার ‘দ্য রেভ্যুলিউশনারি ইকোনমিস্ট হু বিকাম দ্য আনলাইকলি লিডারস অব বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ বিক্ষোভের পর গত ৫ আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দেশের হাল ধরার আমন্ত্রণ জানান ছাত্র নেতারা।
এতে আরও বলা হয়, নেতৃত্ব দেওয়া ড. ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছয় দশকের কর্মজীবনে তিনি দারিদ্র্য বিমোচনে লড়াইয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।
ড. ইউনূস সমস্যা নির্ধারণ করে তা সমাধান নিয়ে গবেষণা করেন। তার সঙ্গে ৩০ বছর ধরে কাজ করা অ্যালেক্স কাউন্টস বলেছেন, বয়স আশির কোটায় হলেও ড. ইউনূসের শারীরিক এবং মানসিক শক্তি এখনও অটুট। তিনি একজন সহানুভূতিশীল মানুষ এবং তার যোগাযোগ পদ্ধতিও দুর্দান্ত।