
ভারতের পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ’বাংলা’ করার দাবি নিয়েনতুন করে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জিরো আওয়ারে দাবিটি তুলেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ঋতব্রত বন্দোপাধ্যায়। তবে এই নাম পরিবর্তন নিয়ে বাংলাদেশও আপত্তি জানিয়ে আসছে।
সংসদে ঋতব্রত বলেন, ১৯৪৭ সালে ভারত ভাগের সময় ভারতীয় অংশের নাম পশ্চিমবঙ্গ আর অন্য অংশ পূর্ব পাকিস্তান হয়েছিল। এখন পূর্ব পাকিস্তান বিলুপ্ত হয়ে বাংলাদেশ হয়েছে। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা করা জরুরি।
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি আগেও অনেকবার তোলা হয়েছে, বারবার প্রস্তাবও পাশ হয় বিধানসভায়। সর্বশেষ অনেক বিতর্কের পর ২০১৮ সালের জুলাইয়ে পশ্চিমবঙ্গের বিধানসভায় পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব পাশ করা হয়। কিন্তু কেন্দ্রীয় সরকার অনুমোদন না করায় তা আর আলোর মুখ দেখেনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের আহ্বান জানান। তিনি লেখেন, পুনরায় নামকরণ রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং পরিচয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এবং জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে।
অবশ্য ভারতে অতীতে বহুবার রাজ্যের ও শহরের নাম পরিবর্তনের ঘটনাও ঘটেছে। সর্বশেষ উড়িষ্যার নাম পরিবর্তন করে ওড়িশা করা হয়।