চট্টগ্রামদলীয়
ট্রেন্ডিং

সখ্যানুপাতিক প্রতিনিধিত্ব হলে ভারসাম্য নিশ্চিত হবে না

জাতীয় সমাজতান্ত্রিক দল – জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, সংবিধান সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের যে প্রস্তাব দিয়েছেন সেটি বাস্তবায়িত হলে উচ্চকক্ষেও ক্ষমতাসীনদের প্রভাব থাকবে, যা সংসদে ভারসাম্য নিশ্চিত করবে না।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) ফেনীর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত এক সভায় তিনি এ সব কথা বলেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আশির দশক থেকে জেএসডি দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে আসছে। দীর্ঘদিন পর হলেও চলমান সংস্কার প্রস্তাবে সেটি উত্থাপিত হওয়ায় কমিশনকে সাধুবাদ জানাই।
তিনি বলেন, অদলীয় শ্রম কর্ম ও পেশার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত না হয়ে সংখ্যানুপাতিক হারে হলে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ বা ক্ষমতাসীনরাই উচ্চকক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। যা সংসদে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে ব্যর্থ হবে। দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদের সুফল জনগণ পাবে না।
জেএসডির সাধারণ সম্পাদক বলেন, চালের দাম প্রতি কেজিতে আট থেকে দশ টাকা বেড়েছে। দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণে আসেনি। এসবের কারণে অভূত্থানের সরকারের উপর মানুষের আস্থার সংকট তৈরি হচ্ছে।
সংস্কারের পাশাপাশি এসবের প্রতিও নজর দিতে বলেন স্বপন।
জেএসডি নেতা তাজ উদ্দিন আজাদের সভাপতিত্বে সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
সভায় আরও বক্তব্য দেন ফেনী জেলা জেএসডি’র সভাপতি বাবু হীরা লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্চু, আলাউদ্দিন, ইয়াছিন বাহার, আনোয়ার হোসেন, দাগনভুইয়া পৌরসভা জেএসডি’র সভাপতি এ কে এম জুয়েল, সাধারণ সম্পাদক, সাহাদাত হোসেন সবুজ, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button