দলীয়
জামায়াতের রেজিস্ট্রেশন মামলা কার্যতালিকায়, যে আহ্বান শিশির মনিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন মামলা আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশির মনির তার পোস্টে উল্লেখ করেছেন যে, এই মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় দ্বিতীয় নম্বর আইটেম হিসেবে রয়েছে। তিনি সকল আইনজীবীকে আগামীকাল সকাল ৯টায় আপিল বিভাগে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
শিশির মনিরের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন মামলা আগামী কাল আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য এসেছে। আগামীকাল সকাল ৯টায় আইনজীবী বন্ধুদের আপিল বিভাগে হাজির থাকার জন্য অনুরোধ করা হল।”