
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের সময় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিবেন ২১ ডিসেম্বর। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে তার।
এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ রাজনৈতিক কর্মসূচিতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, শারীরিকভাবে সুস্থ থাকলে খালেদা জিয়া সশরীরে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন। সেজন্য সমাবেশটি দুই ঘণ্টার মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের কথা দিয়েছেন, সমাবেশে খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এ জন্য খালেদা জিয়াকে সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।