
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ ছাড়া গুমের ঘটনায় জড়িতদের গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে।
সোমবার (১৩ জানুয়ারি) গণহত্যার কল রেকর্ড ও গুমের তথ্য-প্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি এম সুলতান মাহমুদ।
ব্রিফিংয়ে প্রসিকিউটর তানভীর জ্বোহা বলেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়। জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে।
তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাসহ তার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপি ও কর্মকর্তাদের বিরুদ্ধে গুম-খুন ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে।