অপরাধখবরাখবর
ট্রেন্ডিং

থানা থেকে যেভাবে পালায় সেই ওসি, রেড অ্যালার্ট

জুলাই অভ্যুত্থানের সময় হত্যা মামলার আসামি রাজধানীর উত্তরা পূর্ব থানার সাবেক ওসি শাহ আলমকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয় বুধবার (৮ জানুয়ারি)। উত্তরা পূর্ব থানায় রাখা হয় তাকে, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে আদালতে তোলার প্রক্রিয়া চলার মধ্যেই পালিয়েছেন তিনি।

বিষয়টি সামনে আসার পর সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এখন শাহ আলমকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান।

পুলিশ বলছে, কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করে সাবেক ওসি শাহ আলমকে উত্তরা পূর্ব থানায় আনা হয় বুধবার। পরিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই তিনি কৌশলে থানা থেকে পালিয়ে যান। তাকে ধরতে ইতোমধ্যে যৌথ অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সব কটি ইউনিট।

থানার একাধিক সূত্র জানায়, হত্যা মামলার আসামি হওয়ার পরও শাহ আলমকে গ্রেপ্তারের পর হাজতখানায় না রেখে থানার একটি কক্ষে রাখা হয়েছিল। ফলে ওই কক্ষ থেকে সহজেই পালিয়েই গেছেন শাহ আলম। শাহ আলম এই থানার সাবেক ওসি হওয়ায় এ ঘটনায় কারো জড়িত থাকার বিষয়টি নিয়ে সন্দেহ করছেন অনেকেই।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মো. মহিবুল্লাহ বলেন, পলাতক ওসি শাহ আলমকে ধরতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তাও নেওয়া হচ্ছে। খুব দ্রুত আমরা তাকে গ্রেপ্তার করতে পারবো আশা করি।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভ্যুত্থানের সময় শাহ আলমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয় গত ২ সেপ্টেম্বর। ওই মামলায় বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করার প্রক্রিয়ার মধ্যেই কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলা কারণে একজন এএসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, গত বছরের ১ আগস্ট উত্তরা পূর্ব থানাযর ওসি হিসেবে যোগদান করা শাহ আলমের বিরুদ্ধে জুলাই-আগস্টের অভ্যু্ত্থানের সময় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button