
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কাছে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরের এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। রিগান জাতীয় বিমানবন্দরে সমস্ত উড্ডয়ন এবং অবতরণ বন্ধ করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত আমেরিকান এয়ারলাইন্সের ৫৩৪২ ফ্লাইটে ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। এটি ক্যানসাসের উইচিটা থেকে ছেড়ে রিগান জাতীয় বিমানবন্দরে অবতারের কথা ছিল।