দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

১৭ বছর পর করামুক্ত বাবর, নেতাকর্মীদের উল্লাস

দীর্ঘ ১৭ বছর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে পৌনে ২টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

বাবর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করে গুলশানের বাসায় যাবেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে লুৎফুজ্জামান বাবরকে খালাস দেন হাইকোর্ট। এ রায়ের মাধ্যমে সব মামলা থেকে খালাস পান তিনি।

নেত্রকোনা-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে দলটির নেতাকর্মী, স্বজন ও এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাস করছে। তার নির্বাচনি এলাকার পাশাপাশি ময়মনসিংহ, নেত্রকোনায় রাস্তায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এলাকা থেকে দলে দলে লোক ঢাকায় এসেছেন।

২০০৭ সালের ২৮ মে লুৎফুজ্জামান বাবর আটক হওয়ার পর বিভিন্ন মামলায় দণ্ডিত হন। এর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button