দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

ঘোষণাপত্র অপ্রাসঙ্গিক, সংস্কারে অপ্রয়োজনীয় ইস্যু

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে ‘অপ্রাসঙ্গিক’ এবং এই মুহূর্তে প্রয়োজন নেই বলে মনে করে বিএনপি। চার প্রদেশ করাসহ সংস্কার কমিশনের অনেক প্রস্তাবকে ‘অপ্রয়োজনীয়’ এবং জটিলতা বাড়াবে বলে মনে করছে দলটি।

সোমবার (২১ জানুয়ারি) রাতে গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির সভায় এমন আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সূত্রমতে, সভায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র এবং সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন নিয়ে বিস্তার আলোচনা হয়। ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার সর্বদলীয় বৈঠকের আলোচনা-পর্যালোচনা বৈঠকে জানান স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পরে ঘোষণাপত্র তৈরির উদ্যোগকে ‘অপ্রাসঙ্গিক’ বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা। তারা বলেন, সেই সময় এমন ঘোষণাপত্র দিলে রাজনৈতিক মতৈক্য তৈরি হতে পারত। সংবিধান বাতিল করার দাবি ওঠার পরপরই ঘোষণাপত্র প্রণয়নের বিষয়টি সামনে চলে এসেছে। ফলে এ ব্যাপারে রাজনৈতিক মতৈক্য না হলে নানা বিতর্ক-বিশৃঙ্খলা তৈরি করতে পারে।

সভায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনাকে চারটি প্রদেশ করার সুপারিশের বাস্তবতা নেই বলে মমে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। অঞ্চলভেদে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং তা সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে বলে মনে করেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেন, রাষ্ট্রকাঠামো সংস্কারে ৩১ দফা প্রস্তাব দিয়েছে। সরকারের সংস্কার কমিশনগুলোকেও সহযোগিতা করতে দলীয়ভাবে ছয়টি সংস্কার কমিটি গঠন করেছে। বিভিন্ন সংস্কার নিয়ে কমিশনের কাছে প্রস্তাবগুলো জমা দিয়েছে তারা।  সংস্কার নিয়ে সরকার শিগগিরই সংলাপ আহ্বান করবে বলে আশা করেন বিএনপি নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের সংস্কার কমিশনগুলোর প্রস্তাবগুলো নিয়ে আমরা কাজ করছি। দলে আলোচনা হবে, পর্যবেক্ষণ হবে, তারপর আমরা কথা বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button