অদলীয়রাজনীতি
ট্রেন্ডিং

ঘোষণাপত্রে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, আমরা আশাবাদী, অবিলম্বে ঐক্যমতে পৌঁছে জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। আন্তর্জাতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বকৃীত দিতে পারবো।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আরিফ সোহেল বলেন, আমরা ১৫ জানুয়ারি মধ্যে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম। সরকারকে সেভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরও তারা যে উদ্যোগ গ্রহণ করছে তার জন্য সাধুবাদ বানিয়েছি। গণঅভ্যুত্থানের অংশীজন মিলে আমরা ঐক্যমতে পৌছাতে পেরেছি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের অংশীজন ও সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটা এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আলোচনা করব জুলাই ঘোষণাপত্রে কী কী থাকবে। যা জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমে আসা ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন হবে।

আরিফ সোহেল বলেন, বাংলাদেশ বৈপ্লবিক পরিবর্তনের যে ধারায় রয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তরে ফ্যাসিবাদি ধারার বিলোপ, গণতান্ত্রিক ধারা পথ উন্মোচিত হয়েছে সেই ধারা আরো সুদৃঢ় করতে পারবো। বাংলাদেশকে আরো সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়তে জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button