দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

বাংলাদেশকে তকমা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত

দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার বিস্তার ঘটনা হচ্ছে, সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বুধবার (২৭ নভেম্বর ২০২৪) রাজধানীর তোপখানা রোডে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে নেতারা এ সব কথা বলেন।

ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ ব্রম্মচারীর গ্রেফতারের ঘটনা কেন্দ্র করে চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।

তারা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিরও পাঁয়তারা রয়েছে। এইসব ঘটনাকে পুঁজি করে দুনিয়াব্যাপী বাংলাদেশকে জঙ্গী রাষ্ট্রের তকমা দেওয়ারও প্রচেষ্টা অব্যাহত আছে।

দেশের জনগণকে কোন সাম্প্রদায়িক উসকানিতে জড়িয়ে না পড়ার আহবান জানান নেতারা।

ভারতের সরকার ও তাদের এক শ্রেণীর মিডিয়া গণঅভ্যুত্থানের পর তাদের বাংলাদেশ বিরোধী বিদ্বেষমূলক তৎপরতা আরও জোরদার করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন নেতারা।

ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান তারা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দেশের চলমান অস্থিরতায় সরকারের দায়দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিদ্যমান সংকটের কেবল প্রশাসনিক সমাধান নেই, রাজনৈতিক ভাবেই সংকটসমূহের সমাধান করতে হবে।

তারা বলেন,তার জন্য রাজনৈতিক দলসহ দেশবাসীকে আস্থায় নিতে সরকারকে এগিয়ে আসতে হবে।

নেতারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করে তুলতে বহু আয়োজন চলছে। যার সাথে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনায় রেখেই সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতাতার সাথে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথনকশা ঘোষণা করতে হবে।

তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার এর বিরুদ্ধে উসকানিমূলক অপপ্রচার, সহিংস তৎপরতা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার কন্ঠরোধ করার সামিল। কোন গণতান্ত্রিক রাষ্ট্র গণমাধ্যমের উপর হামলা বরদাস্ত করতে পারে না।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button