দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

ক্ষমতায় ফিরতে হাসিনা সক্রিয়, প্রতিহতের ডাক

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘হারানো ক্ষমতা ফিরে পেতে সক্রিয়’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেখানে বসে তিনি তার মতো কাজ করছেন। শেখ হাসিনা লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ডিজিটালি একটি মিটিংও করেছেন। অর্থাৎ তিনি সক্রিয়, হারানো ক্ষমতা ফিরে পেতে কাজ করছেন।

আওয়ামী লীগকে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা যাতে ফিরে আসতে না পারেন। সেটা কীভাবে হবে? একটি জনগণের দৃঢ় ঐক্য, অন্যটি মেধাভিত্তিক রাজনীতি।

এ ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ১৫ বছর লড়াই করেছি। এই ছেলেরা কী এমন অলৌকিক শক্তি পেল, তারা দুই মাসে একটা যুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করল। সেই শক্তিটা ছিল সোশ্যাল মিডিয়া, তাদের কথা, তাদের লেখা, মানুষের কাছাকাছি পৌঁছানো—যা আপনাদের অর্জন করতে হবে। ফেসবুক, টুইটারে যুদ্ধ করতে হবে।’

তবে এই সময়কে ‘সবচেয়ে কঠিন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ‘প্রতি মুহূর্ত আমাদের সতর্কভাবে পার করতে হবে। প্রতিটা কথা মেপে বলা দরকার। আমাদের এই বিজয়কে নষ্ট করে দেয়, অর্জনকে নষ্ট করে দেয়— এমন কোনো কথা বলব না।

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে কাজ করছে— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button