
উন্নত চিকিৎসার জন্য চলতি মাসের শেষের দিকে লন্ডন যেতে পারেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেকারণে আগামী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে স্থগিত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ ৭ বছর পর প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি হিসেবে ওই সমাবেশে খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশটি স্থগিত হওয়ার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত করেছে মুক্তিযোদ্ধা দল।তিনি লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার পর সমাবেশটি আয়োজন করা হবে।