
দেশের গণতন্ত্রের পক্ষে কাজ করতে বিএনপি নেতাদের নির্দেশনা দিয়েছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার (৫ জানুয়ারি) রাতে গুলশানের বাসা ফিরোজায় বিএনপির সিনিয়র নেতারা সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশনা দেন তিনি
চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) খালেদা জিয়ার লন্ডন যাত্রার প্রস্তুতির মধ্যে রাতে তার সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করতে যান স্থায়ী কমিটির সদস্যরা।
সাক্ষাৎ শেষে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম নির্দেশনা দিয়েছেন— এক সঙ্গে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন নেত্রী চিকিৎসার জন্য ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেজনয় দলের জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য উনার কাছে এসেছিলাম শুভেচ্ছা জানাতে। আমরা তার সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি।
বিএনপি মহাসচিব বলেন, আল্লাহর কাছে এই দোয়া করেছি— তিনি যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য চলমান সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দিয়ে তা সফল করতে পারেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।
কবে নাগাদ খালেদা জিয়া দেশে ফিরবেন— জানতে চাইলে তিনি বলেন, এটি চিকিৎসকরা বলতে পারেন, আমরা বলতে পারি না। আমরা আশা করি, উনি চিকিৎসা শেষে খুব শিগগিই দেশে ফিরে আসবেন।
এদিন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হেসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও এজেডএম জাহিদ হোসেন।
এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করেন।
এদিকে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স’ বিমানে মঙ্গলবার রাতে লন্ডন যাচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন তিনি।
লন্ডনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালের মাল্টি ডিসিপ্ল্যানারি কেয়ার ইউনিট খালেদা জিয়ার লিভার ট্রান্সপারেন্টের চিকিৎসা করার কথা রয়েছে। তার যাবতীয় চিকিৎসার কাগজপত্র, বিভিন্ন পরীক্ষার রিপোর্টসমূহ সেখানে পাঠানো হয়েছে।