
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নিতে এখন আর বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির এক ছায়া সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান তিনি।
আসাদুজ্জামান বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর অনেকগুলোতেই তিনি খালাস পেয়েছেন। সেখানে আইনগত বাধা আপাতত দেখা যাচ্ছে না।
আগামীতে নির্বাচনকে সামনে রেখে খালেদা জিয়ার ক্ষেত্রে কোনো বাধা আসবে কিনা সেটা সময় বলে দেবে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, তারা আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এটা তাদের ব্যাপার। নির্বাচনে প্রত্যেকের অংশগ্রহণের পরিস্থিতি যখন উন্মুক্ত হবে, ভোটাধিকারের স্বপ্ন বাস্তবায়নে চিন্তা এবং মননে যখন দেশের মানুষ বুঝবে, ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ হলে ‘আমি ডামি’ নির্বাচন হবে না, সে পরিস্থিতি তৈরি হলে তখন অন্তর্বর্তীমূলক নির্বাচন হবে। এখানে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া মুখ্য বিবেচ্য বিষয় হিসেবে সামনে আসবে না।
তিনি বলেন, শেখ হাসিনা যাদের নির্বাচনে পাঠিয়েছে, যাদের জন্য সংবিধানের কবর রচনা করেছে, যাদের জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে নির্বাসনে পাঠিয়েছে তারা হাসিনার নির্মম দিনে পাশে দাঁড়ানোর সাহস পায়নি। এটা নির্মম বাস্তবতা। যারা গণতন্ত্র হত্যা করেছেন, দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন, সাংবিধানিক বিধি হত্যা করেছেন, যারা সব নির্বাচন ব্যবস্থাকে হত্যা করেছেন, যেখানে কারও ভোট দেয়ার অধিকার ছিল না, যেখানে মানুষের মৌলিক অধিকারকে কণ্ঠরোধ করা হয়েছে- এমন একটি পথ পরিক্রমা অতিক্রম করে এসে আমরা চব্বিশের জুলাই বিপ্লব পেয়েছি।
‘অতীতের নির্বাচনী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করা যাবে’ শীর্ষক এ ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ।