দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

কারও তাঁবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি

বাংলাদেশ দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসঙ্গে লড়াই করবে উল্লেখ করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘তবেই হবে বিজয়। আমরা কারও তাঁবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি।’

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবসে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য কৃষক-শ্রমিক-জনতা বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করে উল্লেখ করে জেএসডি সভাপতি বলেন, ‘সেটি তখনই কার্যকর হবে, যখন ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, যখন বিনা চিকিৎসায় কেউ থাকবে না।’

বাংলার মানুষের এই লড়াইয়ে জিততে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি করে গেলাম যতটুক পারলাম, বাকিটা আপনারা করবেন। বিজয় হয়নি এখনও। যেদিন সবাই ভাত খেতে পারবে, সবাই কাপড় পড়তে পারবে, সবার বাসস্থান হবে, কর্মসংস্থান হবে, চিকিৎসা হবে, সেই দিনই হবে বিজয়। এ জন্য এই মুহূর্তে সংস্কার দরকার।’

সংস্কার আগে নাকি নির্বাচন– এমন প্রশ্নের জবাবে আ স ম আবদুর রব বলেন, ‘আবু সাঈদ কী নির্বাচনের জন্য জীবন দিয়েছে? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এ দেশের মানুষ সংস্কার চায়।

স্বাধীনতার এত বছরেও শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীদের তালিকা হয়নি উল্লেখ করে তিনি বলেন, এটি কিসের বিজয়! কার বিজয়! এটি স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়!’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button