
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন জানি না মানুষের মধ্যে একটা ধারণা হচ্ছে, এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচনপ্রক্রিয়াকে বিলম্ব করছে, এটা করা সঠিক নয়।
শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ভোটার হওয়ার বয়স ১৮ নয়, ১৭ বছর করা উচিত বলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্য উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা করতে গেলে আরও সময় যাবে, আরও সময়ক্ষেপণ হবে, আরও বিলম্ব হবে।
প্রধান উপদেষ্টার বক্তব্যে জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এখন তা হলে কী করতে হবে? নতুন করে আবার ভোটার তালিকা তৈরি করতে হবে। এ বিষয়কে এভাবে না বলে, অংশীজনদের সঙ্গে কথা বলে বিষয়টি আনতে পারলে ভালো হতো, কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আরও বেশি করে মানুষ আশাহত হয়ে যাবে। এট দ্য সেম টাইম মানুষের মধ্যে নির্বাচনপ্রক্রিয়াকে বিলম্ব করার আশঙ্কা সৃষ্টি হচ্ছে।
বিষয়টি নির্বাচন কমিশনের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনি প্রধান নির্বাহী, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে ১৭ বছর হলে ভালো। আপনি যখন বলছেন, তখন নির্বাচন কমিশনকে এটা করতে বাধ্য করছেন, যেটা নির্বাচন কমিশন ঠিক করবে। যদি এক বছর কমাতে চান, তাহলে সেটা নির্বাচন কমিশন প্রস্তাব করুক, যারা নতুন হয়েছে। তারা সিদ্ধান্ত নেবে… কিন্তু উনি বলে দিলে একটা চাপ তৈরি হয় নির্বাচন কমিশনের জন্য।
তিনি বলেন, আমরা সংস্কার চাই, আমরা সংস্কার বেশি চাই। কিন্তু আমরা এটাও চাই, দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।