
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার (৫ জানুয়ারি) রাতে যে কোনও সময় হতে পারে বিএনপি নেতাদের এ সাক্ষাৎ।
এ তথ্য জানিয়ে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, চিকিৎসার জন্য কয়েকদিনের মধ্যে লন্ডন যাবেন বেগম জিয়া। তার সফরকে সামনে রেখেই দলের সিনিয়র নেতাদের দিকনির্দেশনা দেবেন বিএনপি প্রধান। খালেদা জিয়ার নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো যাবে।