জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

এবার মাঠে সাবেক পুলিশ কর্মকর্তারা, ভারতকে হুঁশিয়ারি

ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধের দাবিতে রাজপথে সমাবেশ করেছেন পুলিশের সাবেক কর্মকর্তারা।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা বলেন, ১৯৭১ সালে পুলিশ সদস্যরাই প্রথম প্রতিরোধ গড়ে তোলে। আমরা সেই পুলিশের উত্তরসূরি। এখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমরা আবার প্রতিরোধ গড়ে তুলবো। দেশের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি।

ভারত সরকারের উদ্দেশ্য তিনি বলেন, অপরাধীকে আশ্রয় দেয়া অপরাধ। শেখ হাসিনাকেও বুঝতে হবে, বিদেশে বসে দেশের বিরুদ্ধ ষড়যন্ত্র করে লাভ নেই, বিচারের মুখোমুখি হতে হবে।

ভারতীয় নানা মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী। তিনি বলেন, বিভিন্ন সময় বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে। ভারত তখন এত অস্থির হয়নি। এখন কেন উন্মাদের মতো আচরণ করছে?

বাংলাদেশিরা ভারতের দালালি করতে মুক্তিযুদ্ধ করেনি উল্লেখ করে তিনি বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমরা স্বাধীন হয়েছি।

প্রতিবাদ সমাবেশের ছয় দফা দাবি তুলে ধরেন পুলিশের সাবেক কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে- অবিলম্বে বাংলাদেশবিরোধী তৎপরতা ও অপপ্রচার বন্ধ করা; ভারতে বাংলাদেশের হাইকমিশন, উপহাইকমিশনসহ সব কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তার ব্যবস্থা করা, শেখ হাসিনার সব অপতৎপরতা বন্ধ করা, বাংলাদেশ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া।

সাবেক পুলিশ কর্মকর্তারা রাজারবাগ থেকে মিছিল নিয়ে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন। মিছিল থেকে ভারতের বিরুদ্ধে নানা স্লোগান এবং সমাবেশ শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি প্রদান করা হয়।

এর আগে গত শনিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। তারা ‘ভারতীয় আগ্রাসনের’ বিরুদ্ধে জাতীয় ঐক্য এবং ভারতীয় যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button