জাতীয়সরকার
ট্রেন্ডিং

ভারতীয় হাইকমিশনারকে তলব করছে বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১২ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সম্প্রতি সীমান্তের পাঁচটি জায়গায় ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিজিবি ও স্থানীয় মানুষের শক্ত অবস্থানের কারণে ওই সব স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় ২০১০২৩ সাল পর্যন্ত ভারত সীমান্তে কিছু অসম কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, যেগুলো ভারতের করা উচিত হয়নি। কিন্তু আমাদের আগের সরকার সেই সুযোগ দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে ৫০ শতাংশে কোনো বেড়া নেই। আওয়ামী লীগ সরকারের পতরনের পর সীমন্তের কয়েকটি জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button