জাতীয়সরকার
ট্রেন্ডিং

একটি দলের জন্য একাত্তরের স্বপ্ন ব্যর্থ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন, একটি দলের ব্যর্থতার জন্য একাত্তরের স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।

শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে একাত্তরের সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযোদ্ধারা। তারই ধারাবাহিকতায় জুলাইয়ের গণ-অভ্যুত্থান হয়েছে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানে জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ছাত্ররা লড়াই করেছে। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের কথা মনে পড়েছে।

আসিফ নজরুল বলেন, একধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদের আত্মত্যাগের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা ব্যর্থ হয়েছিলাম।

তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের দ্বিতীয় সুযোগ এসেছে। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। শহীদ বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের কাম্য।’

এদিন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে প্রেসিডেন্ট এবং পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। এ সময় কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নেওয়া হয়েছে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি। মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button