জাতীয়রাষ্ট্র
ট্রেন্ডিং

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে প্রথমে প্রেসিডেন্ট এবং পরে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানান। এ সময় কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।

শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন সকাল ৭টা ২২ মিনিটে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা  মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল ৮টা ৩০ মিনিটে রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৮টা থেকে রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা বাঙালির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আগমুহূর্তে পরিকল্পিতভাবে ঘটনানো হয় এই নির্মম হত্যাকাণ্ড।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আলাদা আলাদা বাণী দিয়েছেন।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নেওয়া হয়েছে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি।

মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button