আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া
ট্রেন্ডিং

প্রথম দেখা হচ্ছে ইউনূস-মোদির, বৈঠক অনিশ্চিত

কূটনৈতিক উত্তেজনার মধ্যেই  আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে দেখা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে তাদের দেখা হলেও বৈঠক এখনো নিশ্চিত হয়নি।

মঙ্গলবার ঢাকায় বিমসটেক কার্যালয়ে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানান সংস্থাটির মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।

তিনি জানান, আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে বিমসটেকের এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ও ভারতসহ সদস্য দেশগুলোর শীর্ষ নেতারা যোগদানের ব্যাপারে সম্মতি দিয়েছেন। তবে সম্মেলনের সাইড লাইনে শীর্ষ নেতাদের বৈঠকের বিষয়টি সদস্য দেশগুলো পারস্পরিক আলোচনা করে ঠিক করবে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, বিমসটেক সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি যোগ দিচ্ছেন, তাদের দেখাও হচ্ছে। তবে সম্মেলনের সাইড লাইনে ইউনূস-মোদি একান্ত বৈঠকের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

গত বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় স্থগিত হয়ে যায়। ওই মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি। সে সময় সাইড লাইনে তাদের বৈঠকের আলোচনা হলেও দুই নেতা একই সময়ে নিউ ইয়র্কে উপস্থিত না থাকায় তা শেষ পর্যন্ত হয়নি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে উভয় দেশের মাঝে সম্পর্কে উত্তেজনা চলছে। সেই থেকে এখন পর্যন্ত ইউনূসের সঙ্গে মোদির কোনো দেখা বা বৈঠক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button