
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নীতিশাস্ত্র উপদেষ্টার কাছে আত্মসমর্পণ করেছেন দেশটির সিটি মন্ত্রী ও আর্থিক খাতে দুর্নীতি মোকাবিলার দায়িত্বে থাকা এমপি টিউলিপ সিদ্দিক।
লন্ডনে ব্যয়বহুল ফ্ল্যাট উপহার নেওয়া ও সম্পত্তি ব্যবহারের অভিযোগের ঘটনায় তার আত্মসমর্পণের বিষয়টি সোমবার (৬ জানুয়ারি) ১০ নম্বর ডাউনিং স্ট্রীট বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিটিশ প্ৰধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়, লন্ডনে সম্পত্তি ব্যবহারকে ঘিরে ওঠা অভিযোগের ভিত্তিতে প্রধানমন্ত্রীর মন্ত্রীদের স্বার্থ সম্পর্কিত স্বাধীন উপদেষ্টার কাছে রেফার করেছেন টিউলিপ সিদ্দিক।
ফলে চলতি সপ্তাহে চীনে যাওয়া জন্য ট্রেজারি প্রতিনিধি দলে যোগ দেওয়ার কথা থাকলেও আপাতত দেশ ছাড়তে পারছেন না টিউলিপ সিদ্দিক। অভিযোগের বিষয়ে স্বাধীন উপদেষ্টাকে সহায়তা করতে তাকে দেশেই থাকতে হবে।
লন্ডনে টিউলিপের বিরুদ্ধে দুটি ফ্ল্যাট ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্বমূলক কোড কার্যকর করার পরামর্শক স্যার লরি ম্যাগনাস।
অভিযোগের বিষয়ে স্যার লরি ম্যাগনাসকে একটি চিঠি লিখেছেন টিউলিপ সিদ্দিক। এতে তিনি লিখেছেন, সম্প্রতি গণমাধ্যমের খবরে আমার আর্থিক বিষয় এবং আমার পরিবারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কের তথ্যগুলোর বেশিরভাগই ভুল। আমি পরিষ্কার যে, আমি কিছু ভুল করিনি। তারপরও সন্দেহ এড়ানোর জন্য আমি চাই, আপনি স্বাধীনভাবে এই বিষয়গুলো তদন্ত করুন।
এদিকে, টিউলিপ ও তার পরিবার সেন্ট্রাল লন্ডনে কীভাবে ফ্ল্যাট নিয়েছেন, তা খতিয়ে দেখতে স্যার লরিকে আহ্বান জানিয়েছেন টোরি এমপিরা। একইসঙ্গে টিউলিপের পদত্যাগও দাবি করেছেন তারা।
টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের ঘনিষ্টদের কাছ থেকে তিনি ও তার বোনের আলাাা দুটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগ উঠেছে।