দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।

ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা অসম্ভব মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার। বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে।

সংস্কার ও নির্বাচনের মধ্যে বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, দুটো একসঙ্গেই চলতে পারে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। আর নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, জন-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব।

চার সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐকমত্য ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button