খবরাখবরশিক্ষা
ট্রেন্ডিং

তিতুমীরের শিক্ষার্থীদের ভোগান্তি না করার অনুরোধ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধসহ গণভোগান্তি না করার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজাস্থল পরিদর্শনকালে এ অনুরোধ জানান তিনি।

সাত কলেজ ইস্যুতে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও প্রতিষ্ঠানের প্রতি সরকার আন্তরিক উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, মানুষের সমর্থন পাওয়া যেকোনো আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ। আমরা মনে করি শিক্ষার্থীদের এই বিষয়টি খুব সংবেদনশীলভাবে বিবেচনা করা উচিত। শিক্ষার্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছে, মানুষ তাদের সমর্থন করেছিল। আমরা সব সময় বলছি, আমরা যেকোনো দাবিকে ইতিবাচকভাবে দেখছি। যতটুকু সম্ভব আমরা দাবিগুলো পূরণের চেষ্টাও করছি।

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব না। গণভোগান্তি না করে শিক্ষার্থীরা যেন এই বিষয়টা মাথায় রাখে। এটি সবার জন্যই ভালো কিছু বয়ে আনবে।

সাত কলেজ ইস্যুটি দীর্ঘদিনের জটিল সমস্যায় পরিণত হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ে শিক্ষা বিষয়ে ভুল সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিক্ষার্থীর জীবনের উপর এর প্রভাব পড়ছে। সাত কলেজের প্রত্যেকটা কলেজকে গুরুত্ব দিয়েই আলোচনা করা হচ্ছে। সেটি একটি ইতিবাচক সমাধানের দিকে যাওয়ার প্রক্রিয়া এখন চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button