
নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের আলোচিত ‘জান্নাতি প্যালেসে’ এবার নেচে-গেয়ে আগুন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে শহরের কান্দিভিটা এলাকায় দ্বিতীয়বারপর মতো বাড়িটিতে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১১টায় নাটোরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জড়ো হন। এ সময় মাইক বাজিয়ে মিছিল নিয়ে শিমুলের জান্নাতি প্যালেসে যান এবং আগুন দেন তারা।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা শিমুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পর দিন পোড়া বাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ছাত্রনেতারা বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। এদিন নিচাবাজার এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র উমা চৌধুরী জলির বাড়িতেও ৫ আগস্টের পর দ্বিতীয় দফা হামলা চালানো হয়।
সদর থানার ওসি মাহাবুর রহমান বলেন, খবর পেয়েছি, বাড়িটিতে কিছুই ছিল না। ছাত্র-জনতা বাড়িটিতে ডিজে পার্টি করেছে শুনেছি।