দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

র‍্যাব বিলুপ্ত করার সুপারিশ বিএনপির

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিটির কাছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপির শাসন আমলে ২০০৪ সালে র‌্যাব গঠন করা হয়। র‌্যাবের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিচারবহির্ভূত হত্যার অভিযোগ উঠেছে। এমনকি মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

র‌্যাব আন্তর্জাতিকভাবে নিন্দনীয় হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘দেশের মধ্যেই র‌্যাব মানে দানব। যত ধরনের খুন, জখম, বিচারবর্হিভূত হত্যাকাণ্ড অধিকাংশই র‌্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য এটাকে আমরা বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button