
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা হলে, হতাশ হবে জনগণ।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন তিনি।
দেশের ছাত্র-তরুণরা রাজনীতি ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে পড়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি অবশ্যই ইতিবাচক দিক। এসব তরুণই গত দেড় দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি।
তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারবঞ্চিত তরুণদের কেউ জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করলে অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়, পথটি হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক।
নির্বাচন নিয়ে বিতর্ক হলে পলাতক ফ্যাসিস্টদের অবস্থান শক্তিশালী হবে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভিন্ন রাজনৈতিক দলের প্রতি কটু মন্তব্য, প্রতিহিংসামূলক বক্তব্য ও ঝগড়াসুলভ মন্তব্য জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত। এসব তর্ক-বিতর্কে সময়ের অপচয় হয়। অতীত থেকে বেরিয়ে এসে স্বচ্ছ পথে তরুণদের এগিয়ে যেতে হবে।
দলীয় নেতাকর্মীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তে পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। সর্বস্তরের নেতাকর্মীর প্রতি বরাবরের মতোই আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছাড়ানো কিংবা বিতর্ক সৃষ্টির সুযোগ না পায়, সে বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই আমাদের পরাজিত করতে পারবে না।
পুথিগত বিধির ওপর গণতন্ত্রের বিকাশ নির্ভর করে না মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতন্ত্র বিকশিত এবং শক্তিশালী হয় প্রতিদিনের কার্যক্রম, আচরণে এবং চর্চায়। আমাদের মধ্যে অবশ্যই ভিন্নমত ভিন্ন পথ থাকবে– এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। আমাদের সবার উদ্দেশ্য একটি উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা।
বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটিরই পক্ষে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার নাকি নির্বাচন– কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূট তর্ক করার অপচেষ্টা করেছে। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, সংসার পরিচালনা করা।