দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

মেধা-বুদ্ধির প্রতিযোগিতা চলছে, দল গড়তে হবে

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে রাজনীতিতে এখন স্লোগান নয়, মেধাও বুদ্ধির প্রতিযোগিতা চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ জানুয়ারি) গুলশান কার্যালয়ে বিএনপি’র ‘প্রাথমিক সদস্য পদ নবায়ণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সোশাল মিডিয়াতে কে কেমন লিখতে পারেন, কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা চলছে। এ বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে। শুধুমাত্র স্লোগান দিয়ে সামনের যুদ্ধে জয় করতে পারব না। সামনে যখন আমরা রিক্রুট করব দলে, তখন যেন ভালো, মেধাবী মানুষদের সদস্য করি, যাতে দল সামনে আরও শক্তিশালী হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নেতাকর্মীর স্লোগানের সমালোচনা করে তিনি বলেন, এটা রাজনীতি না। রাজনীতিক কর্মীর মুখে এ ধরনের স্লোগান আসা উচিত নয়। এটা রাজনীতির কত বড় দেউলিয়াপনা হতে পারে সেটা এখান থেকে বোঝা যায়। এ ক্ষেত্রে আমাদের একটা চরম দৈন্যতা আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।

আগে বিএনপির সদস্য থাকাদের পদই নবায়ণ হবে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, সদসপদ নবায়ণের বইগুলো জেলা, উপজেলায়, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যাবে। এ ক্ষেত্রে সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদককে বিষয়টি নিশ্চিত করতে হবে। এটি করা গেলে এক মাসের মধ্যে আমরা তৃণমূলে পৌঁছে যেতে পারবো। সদস্যপদ নবায়ণের কথা সদস্যদের জানাতে হবে। তানা হলে সদস্যরা আগ্রহ হারিয়ে ফেলবেন।

অতীতে দলীয় সংসদ সদস্য প্রার্থীরা সবগুলো কিনে নিয়ে চলে গেছেন উল্লেখ করে তিনি বলেন, এবার যেন তেমনটা না হয়, খেয়াল রাখতে হবে। এটা যেন সাংগঠনিকভাবেই যায়। এ ছাড়া প্রশিক্ষণ খুব বেশি প্রয়োজন। আমাদের নেতাকর্মীরা কেন জানি রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।

বিএনপির মহাসচিব বলেন, সত্যিকারের অর্থে একটা রাজনৈতিক দল তৈরি করা দরকার। আমাদের এখন সত্যিকার অর্থেই একটি আদর্শিক রাজনৈতিক দলে পরিণত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button