দলীয়রাজনীতি

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১ জানুয়ারি)। উপলক্ষে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতাকর্মীরা। এতে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী শোডাউন করেন।

এদিন বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে চলছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভাল। সেখানেও সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তারা সব গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করছেন রাকিবুল ইসলাম রাকিব। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button