
দ্রুত সময়ের মধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি নিতে পারে বিএনপি। বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ‘জুলাই গণ–অভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক এক আলোচনা সভায় এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
অন্তর্বর্তী সরকারকে ভুল শুধরে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে বিএনপি দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে জানিয়ে দলটির নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের দলের এ পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলনও বলা যেতে পারে।
তিনি বলেন, সরকার সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল করতে পারে। অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে, তা ঠিক নয়, তাদেরও ভুল হতে পারে। কিন্তু সেটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এ দেশের সাংবাদিক, রাজনৈতিক দল, গণতান্ত্রিক শক্তি ও সামাজিক শক্তিগুলোর।
সালাহউদ্দিন আহমদ বলেন, সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি, সরকারের ভুল শুধরে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিস্কার করার জন্য খুব দ্রুত পদক্ষেপ নেব। সেটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন।
বর্তমান সরকারের ভুল সিদ্ধান্তের সমালোচনা করলে শুধরে নেওয়াকে ‘ভালো গুণ’ আখ্যায়িত করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সফল হতে দিতে চাইলে তাদেরকে পরিচালনা করার জন্য যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি সড়কে আন্দোলনও করতে হতে পারে।
অন্তর্বর্তী সরকারের ছয় মাস পূর্ণ হওয়া এবং চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন দেওয়ার পর ১৪–১৫ দিন হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক, সামাজিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ এখনো দেখা যায়নি।
সংস্কারের বিষয়ে তিনি বলেন, সব বিষয় এখানে আসেনি। কিছু বিষয় অতিরিক্ত এসেছে, যা বাস্তবায়ন করা যাবে না। প্রতিবেদনের সুপারিশ শতভাগ সঠিক, এমন কোনো নিশ্চিয়তা নেই। যেসব বিষয়ে রাজনৈতিক দল, সামাজিক শক্তিগুলো ও বিশেষজ্ঞেরা ঐকমত পোষণ করতে পারেন, সেগুলো আগে চিহ্নিত করে সংস্কার করতে হবে।