দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

একত্রে দেশের কল্যাণে কাজ করতে প্রস্তুত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা একত্রে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে প্রস্তুত। আমাদের চিন্তা সবসময় দেশ, মানুষের প্রতি। দেশের মানুষ বিশ্বাস করে দেশের যেকোনো ভালো বিএনপি করে এবং বিএনপি করে যাবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) চুয়াডাঙ্গার শাহেদ গার্ডেনে একটি কর্মশালায় ভার্চুয়ালি এ কথা বলেন তিনি।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সেই কারণে রাষ্ট্রকে মেরামত করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার যে কমিশন গঠন করেছে সেই কমিশন আমাদের ৩১ দফাতে কথা বলছে।

খালেদা জিয়া ২০১৭ সাল থেকে দেশ সংস্কারের কথা বলেছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপিও গত দুই বছর আগে ৩১ দফা পেশ করে। গত ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা জানতাম এ সরকারের পতন হবেই। তাই আগে থেকে আমরা রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছি।

১৫ বছরে দেশে বিরাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যার ফলে নারী-পুরুষ সবাই ফ্যাসিস্টদের অত্যাচারের শিকার হয়েছে। বিএনপি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ অনুসরণ করে জনমানুষের জন্য রাজনীতি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button