দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

সামনে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার। এই যুদ্ধের যোদ্ধা সবাই। এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জে প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে ‘ষড়যন্ত্র থেকে নেই’ উল্লেখ করে তারেক রহমান বলেন, আপনারা জেল-জুলুম, নির্যাতন-গুম-খুনের শিকার হয়েছে, সেই পরীক্ষা দিয়ে এসেছেন। কিন্তু সামনে আরও পরীক্ষা রয়েছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে জয়ী হতে হলে অনবরত সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, আমাদের এই নির্বাচনের পুলসিরাত পার হতে হলে জনগণের পেছনে থাকতে হবে, জনগণের সঙ্গে থাকতে হবে এবং জনগণকে সঙ্গে রাখতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টুমি থেমে নেই। সেটি আমাদের দলের বাইরেই হোক বা দলের ভেতরেই হোক। সেটি আমাদের দেশে হোক বা বাইরে হোক।

তিনি বলেন, দেশের অর্থ-সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোভদৃষ্টিতে তাকিয়ে থাকে। এদেশের মধ্যে বিশৃঙ্খলা লাগিয়ে রাখা গেলে, জনসমর্থনহীন সরকারকে ক্ষমতা রাখা গেলে এদেশ থেকে অনেকে অনেক কিছু লুট করে নিয়ে যেতে পারবে।

তারেক রহমান বলেন, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে— এমন কেউ ক্ষমতায় থাকলে দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এদেশের অর্থ-সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে রয়েছে, তখন তারা দশবার চিন্তা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button