
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আগামী ৫-৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দেশটির নবনির্মিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিএনপির পক্ষ থেকে এই খবর জানানোর পর দলটির নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এর মধ্যেই ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে মার্কিন দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন, যুক্তরাষ্ট্র ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ নামে কোনো অনুষ্ঠানের আয়োজন করছে না। ওই অনুষ্ঠান আয়োজন বা অর্থায়নের সঙ্গেও মার্কিন সরকারের সম্পর্ক নেই। তবে প্রতিবছর এই নামের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ অংশ নেয় বলে জানান তিনি।
মার্কিন দূতাবাসের মুখপাত্র আরও বলেন, ‘আইআরএফ সামিট বা ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ অংশ নেওয়া ব্যক্তি বা কর্মকর্তাদের বিবৃতি, মন্তব্য বা মতামত মার্কিন সরকারের মতামত বা নীতির প্রতিনিধিত্ব করে না।
এর আগে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন।
আগামী ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। পরের মাসের ৫ ও ৬ তারিখ দেশটির ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের আমন্ত্রণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।