
দুই বছর আগে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা।
তারপর এবারই প্রথম নির্বাচনে ভোট দিয়েছেন শ্রীলঙ্কার জনগণ।
শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) স্থানীয় সময় সকাল ৭ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ হয়।
দেশটির নবম এই প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেশটির জনসংখ্যা ২ কোটি ২০ লাখ জনগণের মধ্যে ১ কোটি ৭০ লাখ ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ২২ সেপ্টেম্বর নাগাদ এ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
২০২২ সালে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে শ্রীলঙ্কা। ওই সময় সারা দেশে ছড়িয়ে পড়া গণবিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা।
এই নির্বাচন দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের নির্ধারক হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।