
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।
শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে কাজ করছে— তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এমন বক্তব্যের প্রতিক্রিয়ায়
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। এটা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব।’
তিনি বলেন, আমরা হাজারবার বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এই কথাটা উনারা কেন বলবেন?
তথ্য উপদেষ্টার ওই বক্তব্যকে ‘মারাত্মক অভিযোগ’ মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘উনি জেনেশুনে বলে থাকলে আমি অবশ্যই এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।’