রাজনীতি

গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ গঠন করতে হবে

ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ও বিজয়ের মাস পূর্তিতে গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বির্নিমানের লক্ষ্যে ‘গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ গঠনের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ২০২৪) এক বিবৃতিতে তিনি বলেন, “এই মহান গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতির সামনে যে সুযোগে সৃষ্টি হয়েছে তা বেহাত হতে দেওয়া যাবে না। তাই প্রতিমুহূর্তে অপশক্তির বিরুদ্ধে যেমন সতর্ক থাকার প্রয়োজন আছে তেমনি সমাজের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন গণমানুষের সমন্বয়ে সকল পাড়া, মহল্লা, গ্রামে, গঞ্জে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা, নগর, মহানগর এবং জাতীয় পর্যায় ’গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ বা অনুরুপ সংগঠন অবিলম্বে গড়ে তুলতে হবে।”

“এই মঞ্চ গণঅভ্যুত্থানের চেতনায় সমাজ গঠন, স্থানীয় ও জাতীয় পর্যায়ের সমস্যা ও সংকটে সমাধানে উদ্যোগী ভূমিকা গ্রহণ করবে এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের পক্ষে রাষ্ট্র বির্নিমানের লক্ষ্যে জনমতকে নিরন্তর শাণিত ও বিস্তার করবে। প্রকৃতপ্রস্তাবে এই ’গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ’ই হচ্ছে ভবিষ্যতের স্থানীয় সরকারের ‘ভ্রূণ’ এবং একদিন জন্ম দিবে আগামির কাঙ্ক্ষিত ও শক্তিশালী স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা”-যোগ করেন রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button