আন্তর্জাতিকবিশ্বে বাঙালি
ট্রেন্ডিং

নিউ ইয়র্ক পুলিশের শীর্ষ পদে সিলেটের আব্দুল্লাহ

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর হয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান খন্দকার আব্দুল্লাহ। নিউ ইয়র্ক পুলিশের এত উচ্চপদে আসীন হওয়া প্রথম বাংলাদেশি তিনি। সিলেটে আব্দুল্লাহ এর আগে প্রথম বাংলাদেশি ডেপুটি ইন্সপেক্টর ছিলেন।

খন্দকার আব্দুল্লাহ নিউ ইয়র্ক সিটির ৮১তম প্রিসিংক্টে কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে শহর পুলিশের প্রধানের পদেও আসীন হবে বলে আশা বাংলাদেশিদের।

সিলেটের বালাগঞ্জ ওসমানীনগরের  সন্তান খন্দকার আব্দুল্লাহ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন, জন জে ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী অর্জন করেন। পরে ২০০৫ সালের নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন, ২০০৭ সালে পুলিশ অফিসার হন। কাজের স্বীকৃতি স্বরূপ অনেক পুলিশ পদক লাভ করেছেন তিনি।

খন্দকার আব্দুল্লাহ শৈশবে আমেরিকায় গেলেও সাবলীল বাংলায় কথা বলেন। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে তার উপস্থিতি লক্ষণীয়। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বসবাস করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button