
নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রথম বৈঠকে আলোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।
সংবাদ সম্মেলনে তিনি নিজেই বিষয়টি জানালেও কী আলোচনা হয়েছে তা উল্লেখ করেননি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কো রুবিওর সঙ্গে প্রথম বৈঠকের পর ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন এস জয়শঙ্কর। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।
খবরে বলা হয়, ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনের চেষ্টা করছেন উভয় দেশের কূটনীতিকরা।
ট্রাম্প ক্ষমতায় বসার পর ভারতের ওপর শুল্ক আরোপের বিষয়ে উদ্বেগে পড়েছে নয়া দিল্লি। সোমবার প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর সেসব দেশের বিরুদ্ধে পাল্টা উচ্চ শুল্ক চাপিয়ে দেওয়ার ইঙ্গিত দেন তিনি।