আন্তর্জাতিকদক্ষিণ-পূর্ব এশিয়া
ট্রেন্ডিং

বাংলাদেশ সীমান্তে ভারতের অ্যালার্ট জারি, মহড়া

বাংলাদেশ সীমান্তে ৩১ জানুয়ারি পর্যন্ত ‘অপস অ্যালার্ট’ নামে উত্তর-পূর্বের কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ সীমান্তে মহড়া চালানোর নির্দেশনা জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সংক্রান্ত নির্দেশনায় সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এই নির্দেশনা বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এএনআইর এক প্রতিবেদনে বলা হয়, উচ্চতর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে বিএসএফ। সরকারি বিজ্ঞপ্তিতে, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আওতায় বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তের সবগুলো বর্ডার আউট পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। এর ফলে ২৩-৩১ জানুয়ারি বিএসএফকে অত্যন্ত সতর্ক থাকতে, সীমান্তে বারবার মহড়া চালাতে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে বলা হয়েছে নির্দেশনায়। এ ছাড়া প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করতেও বলা হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ৮ আগস্ট দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই থেকে বাংলাদেশ সীমান্তে নানা পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে আসছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button