
বুধবার মতিঝিলের এনটিসিবির সামনে জাতিগত সংখ্যালঘু শিক্ষার্থীদের একটি গ্রুপের শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।
এতে বলা হয়, অন্য অপরাধীদের শনাক্ত করা হচ্ছে এবং শিগগিরই গ্রেপ্তার করা হবে। সকল দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনায় আবিষ্ট হয়ে, সরকার দ্ব্যর্থহীন ভাষায় পুনর্ব্যক্ত করে যে, বাংলাদেশে সহিংসতা, জাতিগত বিদ্বেষ এবং ধর্মান্ধতার কোনো স্থান নেই। সরকার সতর্ক করে, যে কেউ সম্প্রীতি, শান্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কার্যকলাপে জড়িত থাকলে বৈষম্য ছাড়াই কঠোর পদক্ষেপের সম্মুখীন হবে।