
আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে ভারত। বুধবার (৮ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হয় বৈঠকটি। এতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বৈঠকে নেতৃত্বে দেন। এতে কাবুল ও নয়াদিল্লির মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।
কর্মকর্তারা বলছেন, দুই দেশের সম্পর্ক জোরাদারে দুবাইয়ের বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ। দুই দেশের মধ্যে মানবিক সহায়তা, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহায়তা, খেলাধুলা, সাংস্কৃতিক বন্ধনসহ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় স্বার্থে যৌথ প্রকল্পের ওপর জোর দেওয়ার পাশাপাশি ইরানের চাবাহার বন্দরের ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে।
এর আগে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় আসায় দেশটিকে দেওয়া সহায়তা ২০২১ সালের পর থেকে সীমিত করে ভারত। এখন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই এ বৈঠকের খবর আসলো।